পাহাড় সমুদ্র নদী সমতলবেষ্ঠিত ওয়ার্ল্ড হেরিটেজ বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের অনুপম সৌন্দর্যের আধার চট্টগ্রাম বিভাগ। এ বিভাগের প্রতিটি জেলাকে প্রকৃতি আপন হাতে সাজিয়েছে তার মূল্যবান সম্পদ দ্বারা। পুরাকীর্তির, ভাষা ও সংষ্কৃতি, প্রাকৃতিক সম্পদ, নদ নদী, দর্শনীয় স্থানের কারনে এ বিভাগ স্বতন্ত্র।চট্টগ্রাম বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী নামে খ্যাত। কৃষি বিপণন অধিদপ্তরের কার্যক্রম চট্টগ্রাম বিভাগে ১১টি জেলা ও ৪টি উপজেলায় বিস্তৃত। উল্লেখ্য, একমাত্র চট্টগ্রাম বিভাগেই উপজেলা পর্যায়ে কৃষি বিপনণের কার্যক্রম বিদ্যমান। প্রতিদিন বিভাগের কর্মকর্তা/কর্মচারীগণ সরেজমিন পরিদর্শন ও যাচাইয়ের মাধ্যমে নিত্য প্রয়োজনীয় কৃষি পণ্যের বাজার দর সংগ্রহপূর্বক অনলাইনে প্রধান কার্যালয়ে প্রেরণ করে থাকেন। বিভাগীয় পর্যায়ে ইলেকট্রনিক পদ্ধতিতে দাপ্তরিক কাজ সম্পন্ন হয়। ফলে দ্রুততম সময়ে ভোক্তা, উৎপাদক ব্যবসায়ী ও সরকার প্রতিদিনের বাজার দর প্রাপ্ত হচ্ছেন। বিভাগের প্রতিটি জেলায় ই-ফাইলিং এর কার্যক্রম লাইভে আছে। বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তা/কর্মচারীগণ অধিদপ্তরের প্রশাসনিক ও বিপণন সংক্রান্ত কার্যাবলী সুষ্ঠভাবে সম্পাদন করে আসছেন। বর্তমানে ৭২টি পদের বিপরীতে ৫২ জন কর্মরত আছেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস